Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা কিভাবে পাবেন

 

বাস্তবায়ন কাঠামো 

  • বাংলাদেশের সকল উপজেলার গ্রামীণ এলাকার ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের ১০ জন সবচেয়ে বয়স্ক ও দরিদ্র ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হয়।
  • এই ১০ জনের মধ্যে অন্তত ৫ জন মহিলা থাকেন।
  • প্রতি মাসে ১৫০ টাকা করে বছরে ১৮০০ টাকা বয়স্ক ভাতা দেওয়া হয়।

 

প্রার্থী নির্বাচনের মানদন্ড 

  • বয়স
    • সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়।
    • তবে ৫৭ বছর বয়স্ক না হলে কেউ ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হন না।
  • প্রার্থীর বার্ষিক গড় আয়
    • কোন ব্যক্তির মাসিক আয় ৩০০০ টাকার বেশি হলে তিনি বয়স্ক ভাতা পাবার যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • স্বাস্থ্যগত অবস্থা
    • কর্মক্ষমতাহীন অথবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পান।
    • শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অপ্রকৃতিস্থ, প্রতিবন্ধী ও আংশিক কর্মক্ষমতাহীন ব্যক্তিরা ক্রম অনুযায়ী অগ্রাধিকার পান।
    • শারীরিক ও মানসিক প্রতিবন্ধীগণও কর্মক্ষমতাহীন বলে গণ্য হন।
  • আর্থসামাজিক অবস্থা
    • মুক্তিযোদ্ধা: বয়স্ক মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
    • আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্তু ও ভুমিহীন ব্যক্তিদের ক্রমানুসারে অগ্রাধিকার প্রদান করা হয়।

 

  • সামাজিক অবস্থার ক্ষেত্রে: বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের ক্রম অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হয়।
  • বিভিন্ন খাতে খরচ
    • খাদ্য, স্বাস্থ্য/চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে একজন ব্যক্তি বার্ষিক আয় কি অনুপাতে খরচ করেন তা বিবেচনা করা হয়। খাদ্য বাবদ যার সমস্ত আয়ের অর্থ ব্যয় হয়ে যায় এবং স্বাস্থ্য/চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না তাকে অগ্রাধিকার দেয়া হয়।
  • ভূমির মালিকানা
    • ভূমিহীন প্রার্থীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। যে ব্যক্তির বসতবাড়ি ছাড়া জমির পরিমাণ ০.৫ একর অথবা তার চেয়ে কম তিনি ভূমিহীন বলে গণ্য হন।

বয়স্কভাতা প্রাপ্তির অযোগ্যতা 

  • সরকারী কর্মচারী অথবা পরিবারের সদস্য পেনশনভোগী হলে।
  • দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে।
  • অন্য কোনভাবে নিয়মিত সরকারী অনুদানপ্রাপ্ত হলে।
  • কোন বেসরকারী সংস্থা অথবা সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।
  • শহর ও পৌর এলাকায় বসবাসকারী হলে।
  • পেশাগত ক্ষেত্রে দিনমজুর, ঝি এর কাজ করলে এবং ভবঘুরে হলে।